মান্নান হাই স্কুল এন্ড কলেজ

২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেল মান্নান হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এস.এস.সি পরীক্ষা-২০২৩ -এ অভাবনীয় সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি চলছে…. (শিক্ষাবর্ষ: ২০২৩-২৪)

আমাদের প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম

WhatsApp Image 2023-09-14 at 8.46.50 PM (1) (1) (1)-min

আবদুল হান্নান

সভাপতি

সুপ্রিয় অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ,

আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান কামরুল, আমার পিতা মরহুম হাজী আব্দুল গফুর মিয়া পেশায় একজন শিক্ষক ছিলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন একজন আদর্শবান শিক্ষক হই। কিন্তু জীবন ও জীবিকার প্রয়োজনে সাংবাদিকতার পেশা বেছে নেই। তাই আমার মনের গহীনে দীর্ঘদিন যাবৎ একটি স্বপ্ন লালন করে আসছি শিক্ষা প্রতিষ্ঠানে সেবামূলক কাজ করার। আজ আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা আমাকে ঐতিহ্যবাহী মান্নান স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতৃতুল্য অভিভাবক, ঢাকা-০৫ এর মাটি ও মানুষের নেতা শিক্ষা বান্ধব সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল স্যারকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় মান্নান স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ করে সকল নিন্দুকদের অবাক করে দিয়ে অভাবনীয় সাফল্য বয়ে এনেছে। শুধু তাই নয়, ডেমরা-যাত্রাবাড়ী থানার মধ্যে যৌথভাবে ১ম স্থান অধিকার করেছে। আধুনিকতার উৎকর্ষে ও “সু-শিক্ষায় শ্রেষ্ঠত্বে”- এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই সাফল্যকে উত্তর উত্তর আগামী পথ চলায় আপনাদের অংশীদারিত্ব ও সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।

প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা নিশ্চয়ই একমত হবেন আমরা সবাই নিজ সন্তানকে অনেক ভালবাসি। আমাদের হার না মানা পরিশ্রমসহ সব কিছুই আমাদের সন্তান ও পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু যাদের জন্য আমাদের এত চিন্তা-ভাবনা ও উপার্জনের হাজারো প্রতিযোগিতার পরেও আমরা আমাদের আদরের সন্তানকে কতটুকু সময় দিচ্ছি, কতটুকু উপলব্ধি করার চেষ্টা করি সন্তানের মন ও মানসিকতার? আপনার আদরের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের উপর পূর্ণ আস্থা রেখে মান্নান স্কুল এন্ড কলেজে ভর্তি করায় সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনার সন্তানকে আমাদের শিক্ষক-শিক্ষিকারা কতুটুকু লেখা পড়া করাচ্ছেন কিংবা আপনার সন্তান শিক্ষকদের কাছ থেকে কতুটুকু পড়া আদায় করে নিচ্ছে সে বিষয়ে দেখভাল করার দায়িত্বও কিন্তু আপনার রয়েছে। শুধু শাসন করে সন্তানকে। লেখাপড়ায় মনোনিবেশ করানো যায় না। এরজন্য প্রয়োজন সন্তানের প্রতি বাবা-মায়ের ভালবাসা ও সন্তানের মানসিকতা উপলব্ধি করে সঠিক সময়ে পারিবারিক কাউন্সেলিং করা। আপনার সন্তানের গতিবিধি লক্ষ্য রাখুন, আপনার সন্ধানের কতুটুক লেখাপড়ায় মনোযোগ রয়েছে তা শ্রেণি শিক্ষককে অবহিত করুন। প্রয়োজনে শিক্ষকদের সহায়তা গ্রহণ করুন।

মনে রাখবেন- ভাল স্কুল মানে শুধু নাম নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। ছাত্র, শিক্ষক এবং সচেতন অভিভাবকদের সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। আমরা কারো মতো নই, আমরা আমাদের মতো”। আমাদের এই পথ চলায় মেধা মনন, দক্ষতায় ও যোগ্যতায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের এক অনন্য সমন্বয়ে আসুন ঐতিহ্যবাহী মান্নান স্কুল এন্ড কলেজের সুনাম অক্ষুন্ন রাখি। শুধু ডেমরা-যাত্রাবাড়ী থানায়ই নয় আগামীতে আপনাদের সকলের সহযোগিতা পেলে মান্নান স্কুল এন্ড কলেজ দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে এই বিশ্বাস ও প্রত্যাশ্যা নিয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।

মোঃ শফিকুল ইসলাম

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

সুপ্রিয় অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ,

বর্তমান সরকারের মিশন স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। তার একটি মাধ্যম হল অনলাইনের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক তথ্য-উপাত্ত প্রদান করা। সে লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার ওয়েবসাইট তৈরির জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সে উদ্দেশ্যে আমরা ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছি এবং এ ব্যবস্থা গ্রহন করার ফলে শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয়ে পাঠ পরিকল্পনা, অ্যাসাইনমেন্ট ও প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে পারবেন। এছাড়া, প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম, ভর্তি সংক্রান্ত তথ্য, সাধারণ নোটিশ, ফলাফল এবং প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকবে।

যুগের চাহিদা অনুসারে এ প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ এবং যুগোপযোগী করার জন্য এ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সে প্রচেষ্টা ফলবতী হোক, ঢাকা দক্ষিন সিটি করর্পোরেশনের এই জনপদে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের অগনিত মানুষের শুভেচ্ছাসিঞ্চনে এ প্রার্থনা আমাদের।

Dr. Mizanur Rahman